সবজি ও ফলের খোসা কাজে লাগাবেন যেভাবে

সবজি ও ফলের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এগুলো যেমন রূপচর্চায় অনন্য, তেমনি গৃহস্থালি কাজেও বেশ উপকারী।

১. আলুর খোসায় প্রচুর পরিমাণে এনজাইম ও ভিটামিন সি থাকে। এটি ডার্ক সার্কেল ও চোখের ফোলা ভাব কমাতে পারে। চোখের ওপর আলুর খোসা দিয়ে রাখুন ২০ মিনিট। এটি চোখের ক্লান্তি দূর করতেও সাহায্য করবে।

২. ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন কলার খোসাও। এতে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা দাঁতের এনামেলের জন্য উপকারী। দাঁতের হলুদ দাগ দূর করতে প্রতিদিন সকালে আলুর খোসা ঘষুন।

৩. লেবুর খোসা পোকামাকড় দূর করতে পারে। যেখানে পোকা বা পিঁপড়া বেশি, সেখানে লেবুর খোসার গুঁড়া ছিটিয়ে দিন।

৪. কমলা ও শসার খোসা পানিতে ভিজিয়ে রেখে গোসল করুন। ত্বক সুস্থ থাকার পাশাপাশি ক্লান্তি দূর হবে।

৫. ডিমের খোসা চমৎকার সার হিসেবে কাজ করে।