রোদে পোড়ায় ঘরোয়া প্রতিকার

রোদে পোড়ায়

ক পুড়েছে রোদে। প্রতিকারের উপায় রয়েছে হাতের নাগালে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘরোয়া পদ্ধতিতে রোদে পোড়াভাব দূর করার উপায় সম্পর্কে জানানো হল।

শসা: তাজা শসা টুকরা করে কেটে ত্বকে আলতোভাবে ১০ মিনিট মালিশ করে ধুয়ে ফেলুন।

হলুদ, বেসন ও দই: এই প্যাকটার সঙ্গে অনেকেই পরিচিত। দুই টেবিল-চামচ বেসন, এক চা-চামচ হলুদ গুঁড়া এবং এক টেবিল-চামচ টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ব্রাশের সাহায্যে প্যাকটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মধু ও লেবু: দুই টেবিল-চামচ মধু এবং এক চা-চামচ লেবুর রস নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুধ: কাঁচা তরল দুধে একটা তুলার বল ডুবিয়ে সারা মুখে মেখে নিন। ১০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আরএম-০৯/১০/০৬ (লাইফস্টাইল ডেস্ক)