যাদের বাসায় কাজের মানুষ নেই, তাঁরাই কেবল জানেন যে বাথরুম পরিষ্কার করাটা কত কষ্টের একটা কাজ। আর পরিষ্কার করার কয়েকদিনের মাঝেই যদি আবারও ময়লা হয়ে যায়, কষ্ট তখন অনেকটা বেশি।
তাহলে উপায়? উপায় হচ্ছে একবার ধোয়ার পর বাথরুমের পরিচ্ছন্নতা বেশ কিছুদিন ধরে রাখা। এটা কীভাবে সম্ভব? আছে কিছু সহজ কৌশল। চলুন, জেনে নিই ৭টি টিপস।
১) প্রতিবার বাথরুম ব্যবহার করার পর ভালো করে পানি ঢালুন, পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।
২) কমোডের ট্যাংকে রাখার জন্য পরিষ্কারক দ্রব্যের বার কিনতে পাওয়া যায়। হারপিক সহ হরেক ব্রান্ডের আছে এই জিনিস। প্রত্যেকবার কমোড ব্যবহার করার পর ফ্ল্যাশ করে দিলে কমোড থাকে পরিষ্কার ও জীবাণুমুক্ত। এগুলো অবশ্যই ব্যবহার করুন।
৩) বাথরুমে একটি ছোট মব রাখুন। পানি পড়লেই তা মব দিয়ে ক্লিন করে ফেলুন। এতে বাথরুম পরিষ্কার বেশিসময় থাকবে।
৪) বাথরুমে অবশ্যই এয়ার ফ্রেশনার ব্যবহার করবেন।
৫) একটি স্প্রে বোতলে সমান সমান পরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে রাখুন। বাথরুমের যেসব জায়গায় ময়লা পড়ে ও জং ধরে, বেসিন থেকে শুরু করে মেঝে ও শাওয়ার পর্যন্ত সব স্থানে স্প্রে করে দিন। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। বাথরুম ঝকঝকে থাকবে।
৬) বাথরুমে অবশ্য টাওয়েল বা পেপার ন্যাপকিং রাখুন।
৭) বার সোপ ব্যবহার না করে লিকুইড হ্যান্ড ও বডি ওয়াশ ব্যবহার করুন। বাথরুম ময়লা অনেক কম হবে।
আরএম-০১/১৬/০৬ (লাইফস্টাইল ডেস্ক)