নিয়মিত শেভ করেন হাত, পা?

নিয়মিত শেভ

নির্লোম হাত, পা সকলেরই ভাল লাগে৷ ওয়াক্স করাই সবচেয়ে ভাল অপশন হলেও সময়ের অভাবে এবং পার্লারের খচর বাঁচাতে অনেকেই বাড়িতে রেজরের সাহায্য নেন৷ কিন্তু শেভ করার ফলে মোলায়েম ত্বকের বদলে রুক্ষ ত্বকের সমস্যায় অনেকেই ভোগেন৷ জেনে নিন কোন ভুলগুলো করেন৷

শুকনো ত্বক শেভ করলে যেমন জ্বালা করতে পারে তেমনই ত্বক আরও রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে৷ তাই কখনই ড্রাই শেভিং করবেন না৷ লিক্যুইড সোপ বা শেভিং ফোম দিয়ে ভাল করে লেদার করুন ত্বক৷

যদি প্রতিদিন শেভ করেন তাহলে অবশ্যই সপ্তাহে ১ বার রেজর বদলান৷ ডিজপোজেবল রেজর দিনের পরদিন ব্যবহার করলে ভোঁতা হয়ে যায়৷ ফলে কোনও ভাবেই মোলায়েম ত্বক পাওয়া সম্ভব নয়৷

রোমের বৃদ্ধি যেদিকে তার উল্টো দিকে শেভ করলে বেশি মোলায়েম ফল পাওয়া যায়৷ কিন্তু এর ফলে ইনগ্রোন হেয়ারের সমস্যা দেখা দেয়৷ সংবেদনশীল ত্বক যাদের তাদের ত্বকে সমস্যা হতে পারে৷

ত্বক নিয়মিত এক্সফোলিয়েট করুন৷ এতে মরা চামড়ার সমস্যা হবে না৷ শেভ করার ফলে মরা চামড়ার সমস্যা হয়৷ নিয়মিত এক্সফোলিয়েট করে নিন৷

শেভ করার পর অনেকেই গরম পানিতে পা ধুয়ে থাকেন৷ ঠান্ডা পানিতে পা ধোওয়ার চেষ্টা করুন৷ গরম পানিতে পা ধুলে রোমকূপ বড় হয়ে যায়৷ ফলে পুরো পা স্ট্রবেরির মতো দেখতে লাগে৷

সব শেষে অবশ্যই ময়শ্চারাইজ করুন ত্বক৷ ময়শ্চারাইজার লাগাতে ভুললে কোনও ভাবেই চলবে না৷ ময়শ্চারাইজার করলে ত্বক আর্দ্র থাকবে এবং মোলায়েম দেখাবে৷

আরএম-১০/২৫/০৬ (লাইফস্টাইল ডেস্ক)