গাছ মানুষকে জীবন দেয়। ‘একটি গাছ একটি প্রাণ’ বলেই আমরা জানি। কিন্তু এমন কিছু গাছ আছে যারা আমাদের জীবন দান করেনা বরং জীবনের আয়ু কমিয়ে দেওয়ার পেছনে তাদের বিশেষ ভূমিকা থাকে।
এগুলিকে বলা হয় আগাছা বা পার্থেনিয়াম। বর্ষার জল পড়ার সঙ্গে সঙ্গে এই গাছ গুলির বাড়বাড়ন্ত দেখা যায়। এরকম এক একটি গাছ প্রায় চার থেকে পঁচিশ হাজার বীজ উৎপাদন করতে পারে। ধীরে ধীরে এই বীজের বিস্তার ঘটে।
এই গাছের ফলে মানবদেহের হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, চর্মরোগ থেকে শুরু করে আরো নানা উপসর্গ দেখা যায়। এছাড়া গবাদি পশুরা এই গাছ অধিকমাত্রায় খেয়ে নিলে তা বিপদের কারণ হয়ে দাঁড়ায় এবং এই গাছ মাটির উর্বরতা খমতাকেও ৪০% কমিয়ে দেয়।
১) এই গাছকে পুড়িয়ে ফেলতেই পারেন কিন্তু পোড়ানোর সময় তার রেণু উড়ে গিয়ে আপনার শরীরের ক্ষতি করতে পারে। ফলে প্রথমে উপড়েকিছুদিন ফেলে রাখুন তারপর পুড়িয়ে ফেলুন।
২) গর্ত করে মাটির তলায় পুঁতে দিতে পারেন।
৩) নানারকম কীটনাশক ব্যবহার করে গাছ মারর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ও প্রয়োগ করতে পারেন।
আরএম-০৪/২৬/০৬ (লাইফস্টাইল ডেস্ক)