প্রেম করতে চলেছেন? যে ১১টি লক্ষণ দেখলে বুঝবেন তিনি পজেসিভ!
বন্ধু বা পরিবারের সঙ্গে নয়। উনি কি চান যে, আপনার সব ঘনিষ্ঠ মুহূর্ত কাটুক শুধুমাত্র ওঁর সঙ্গেই?
আপনার বেস্ট ফ্রেন্ড বা পরিবারের কেউ কি ওঁর শত্রু হয়ে পড়ছেন ক্রমশ?
আপনার মোবাইল কি উনি ঘাঁটাঘাঁটি করেন?
ভালবাসেন, সেটা কি সকলের সামনে আপনাকে দিয়ে উনি জাহির করাতে চান?
সর্বদা তাঁর সঙ্গেই কাটাচ্ছেন? নিজের জন্য সময় নেই? আপনি কিন্তু বিপদে…
মেসেজের উত্তর দিতে দেরি হলেই খাপ্পা?
পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটালেই কি তিনি মনে করছেন যে, আপনি তাঁকে অবহেলা করছেন?
উনি আপনার জীবনে আসার পরে কি আপনার সঙ্গে অন্য বান্ধবীদের দূরত্ব তৈরি হয়েছে?
আপনার মেয়ে বন্ধুদের কি উনি পছন্দ করছেন না?
খেয়াল করুন ফোন না ধরলেই রেগে উঠছেন কি না।
ফোন না ধরার যুক্তি মেনে নিচ্ছেন কি না, সেটাও বেশ গুরুত্বপূর্ণ।
আরএম-১৪/২৬/০৬ (লাইফস্টাইল ডেস্ক)