সারাজীবন সুন্দর থাকতে এই ৬টি উপাদান কখনো ভুল করেও মুখে মাখবেন না

সারাজীবন সুন্দর

সারাজীবন সুন্দর থাকতে এই ৬টি উপাদান কখনো ভুল করেও মুখে মাখবেন না!সুন্দর ত্বক (skin) সবারই কাম্য। এ জন্য অনেকেই ত্বকে (skin) নানা কিছু মাখেন। তবে কিছু উপাদান রয়েছে, যেগুলোর ব্যবহারে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। আর এগুলো ব্যবহার করা একেবারেই ঠিক নয়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. ভ্যাসলিন –

ভ্যাসলিন সারা বিশ্বেই ত্বক (skin) আর্দ্র করার একটি উৎকৃষ্ট উপাদান। এটি শুষ্ক ত্বক(skin) প্রতিরোধে উপকারী। বিভিন্ন কাটাছেঁড়া বা পোকামাকড়ের কামড়ে এটি ব্যবহার করা যায়। তবে ব্রণ হলে কখনোই ভ্যাসলিন মুখে লাগাবেন না। কারণ, এটি ব্রণ বাড়িয়ে দিতে পারে।

২. বডি লোশন –

বডি লোশন তৈরি করা হয় শরীরের জন্য, মুখের জন্য নয়। শরীরের ত্বক (skin)মুখের ত্বকের তুলনায় পুরু হয়। আর বডি লোশনকেও সে অনুযায়ী তৈরি করা হয়।

৩. গরম পানি –

গরম পানির গোসল বা বাষ্পে গোসল অনেকেরই পছন্দ হতে পারে। তবে গরম পানি মুখের ত্বকে (skin)লাগানো ঠিক নয়। এটি মুখের ত্বককে শুষ্ক করে তোলে।

৪. টুথপেস্ট –

অনেকেই ব্রণ শুকিয়ে ফেলার জন্য টুথপেস্ট ব্যবহার করেন। তবে এ কাজ কখনোই করতে যাবেন না। টুথপেস্ট মুখের ত্বকে (skin)অস্বস্তি বাড়ায় এবং জটিল সমস্যা তৈরি করতে পারে। যেমন : কেমিক্যাল বার্ন, স্কার্স ইত্যাদি।

৫. হাইড্রোজেন পারঅক্সাইড –

এই শক্তিশালী উপাদানটি কেটে গেলে ও পুড়ে গেলে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে কাজ করে। তবে এটি ব্রণের চিকিৎসায় কখনোই ভালো উপাদান নয়। এটি প্রদাহ ও অ্যালার্জি তৈরি করতে পারে।

৬. বেকিং সোডা –

অনেকেই ভাবেন, বেকিং সোডার ব্যবহার ত্বকের (skin)মৃতকোষ দূর করতে ভালো। বিশেষজ্ঞরা বলেন, এর ব্যবহারে ত্বকের(skin) ক্ষতি হয় এবং ত্বকের আর্দ্রতা নষ্ট হয়। তাই মুখে বেকিং soda ব্যবহার না করার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।

অনেকে রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন দেখে সেই cream কিনে মুখে লাগান দিনের পর দিন। কিন্তু এতে লাভ হয় কতোটুকু, তা কি একবারও ভেবে দেখেছেন? হয়তো কিছুটা পরিবর্তন নজরে পড়ে। কিন্তু বেশিরভাগ সময়েই এইসব রঙচঙে বিজ্ঞাপনের ক্রিম শুধুমাত্র টাকা জলে ফেলার সমান। গায়ের রঙ ফর্সাকারী ক্রিম ঘরে বসে খুব সহজেই বানানোর সহজ উপায় জেনে নিন!
উপাদানঃ

৩/৪ টি কাঠ বাদাম

২ টেবিল চামচ লেবুর রস

২ টেবিল চামচ মধু

১ চিমটি হলুদ গুড়ো

ক্রিম তৈরির সহজ পদ্ধতি –

• প্রথমে কাঠ বাদামগুলো পিষে নিন গ্রাইন্ডারে। চাইলে পাটায় বেটে নিতে পারেন। কিন্তু পাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। একদম মিহি গুঁড়ো করতে হবে।

এরপর কাঠবাদাম গুড়ো, মধু, দই, lemon juice এবং হলুদ গুড়ো একসাথে ভালো করে মিশিয়ে পেস্টের মত তৈরি করুন।

• ব্যস তৈরি হয়ে গেল আপনার রঙ উজ্জ্বলকারী ক্রিম। প্রতিদিন ব্যবহারে দ্রুত ফল পাবেন।

• এই ক্রিম ফ্রিজে একটি ঢাকনাযুক্ত কৌটায় save করতে পারবেন ৭ দিন।

• এই ক্রিম শুধু রাতে লাগাবেন। দিনে এই ক্রিম cream লাগাবেন না। কারণ হলুদ এবং লেবুর রস সূর্যের আলোর প্রভাবে ত্বকে (skin) পোড়া দাগের সৃষ্টি করবে।

আরএম-০৮/২৭/০৬ (লাইফস্টাইল ডেস্ক)