সাদা কাপড় থেকে দাগ তুলতে ৩ উপায়

সাদা কাপড় থেকে

সাদা পোশাক ময়লা হয় দ্রুত। ঘামের দাগের পাশাপাশি অন্যান্য কঠিন দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন লেবু, লবণ ও বেকিং সোডা। এগুলো কাপড়ের কোনও ধরনের ক্ষতি ছাড়াই দূর করে দাগ। এছাড়া সাদা পোশাক আরও সাদা করতেও এসব উপাদানের জুড়ি নেই।সাদা পোশাক থেকে দাগ দূর করুন লেবু ও বেকিং সোডার সাহায্যে জেনে নিন সাদা কাপড় থেকে দাগ দূর করার উপায়-

লবণ ও পানি

একটি বড় পাত্রে ২ লিটার পানি ফুটিয়ে নিন। ৩টি লেবুর রস মেশান পানিতে। ১ টেবিল চামচ লবণ ও ১/৪ কাপ ওয়াশিং পাউডার মিশিয়ে কাপড় ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন পোশাক। ঘামের দাগের পাশাপাশি দূর হবে অন্যান্য দাগ।

বেকিং সোডা ও লেবু

কাপড়ের দাগযুক্ত অংশে ১ টেবিল চামচ বেকিং সোডা দিন। একটি লেবু কেটে ঘষুন। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে বেকিং সোডা ও লেবুর রসের পেস্ট তৈরি করে সরাসরিও লাগাতে পারেন কাপড়ে। এটি কঠিন দাগ দূর করতে সাহায্য করবে।

লেবু ও পানি

দুটি লেবু স্লাইস করে গরম পানিতে দিয়ে দিন। এবার সাদা পোশাক ভিজিয়ে রাখুন ৪০ মিনিট। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন।

আরএম-১১/২৭/০৬ (লাইফস্টাইল ডেস্ক)