জেনে নিন ঘরে মশার ঢোকা আটকানোর সহজ উপায়

জেনে নিন ঘরে

মশার কামড় থেকে হতে পারে ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর অসুখ হতে পারে। তাই মশাকে যতটা সম্ভব বাড়ি থেকে দূরে রাখুন। মশা তাড়ানোর জন্য প্রথমেই যা করবে তা হল কোথাও জমা জল রাখবেন না। এছাড়া কতগুলি সহজ উপায় রয়েছে যার মাধ্যমে মশাকে বাড়ি থেকে দূরে রাখা যায়।

বাড়িতে ল্যাভেন্ডার ওয়েল ঘরের মধ্যে কয়েক ফোঁটা ছড়িয়ে দিন। কোনও মশার ধূপ লাগবে না। ঘরে মশা ঢুকবে না।

নিমতেল ও ঘরে ছড়ালে মশা আসবে না। ঘরের দরজা বা জানালার সামনে নিম গাছের ডাল পাতা সমেত রাখলে মশা ঢুকবে না ঘরে।

কফি পাওডার জলে মিশিয়ে ঘরের এক কোণে রাখুন। গন্ধে মশা আসবে না ঘরে।

লেবুর রস দিয়ে মোমবাতি তৈরি করা যায়। বাজারে খুঁজলেই সহজে পয়ে যাবেন। এই মোমবাতি ঘরে জ্বালান। মশা আসবে না।

আরএম-১৩/১৭/০৭ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: নিউজ১৮)