চুল দ্রুত লম্বা করবে ভাতের মাড়

চুল দ্রুত লম্বা

চুলের যত্নে কত কিছুই করে থাকি আমরা। তবে চুলের যত্নে ভাতের মাড়ের ব্যবহার শুনেছেন কখনো। হ্যা চুলের যত্নে ব্যবহার করতে পারেন ভাদের মাড়। ভাতের মাড় ব্যবহারে চুল দ্রুত লম্বা হয়। এছাড়া ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ভাতের মাড়।

ভাতের মাড় প্রতিদিনই ঝরানো হয়। ফেলে না দিয়ে ত্বক ও চুলের যত্নে কাজে লাগাতে পারেন ভাতের মাড়।

আসুন জেনে নেই ত্বক ও চুলের যত্নে ভাদের মাড়ের ব্যবহার।

১. পানিতে মাড় মিশিয়ে গোসল করলে ত্বকের অস্বস্তিকর জ্বালা ভাব, চুলকানি ও র‍্যাশ দূর হয়।

২. ব্রণের সমস্যায় ভাতের মাড় ব্যবহার করতে পারেন। মাড় ঠাণ্ডা করে তুলা ভিজিয়ে ব্রণ আক্রান্ত অংশে লাগান। দিনে দুই থেকে তিনবার লাগালে উপকার পাবেন।

৩. ত্বকের রোদে পোড়া দাগ ও ত্বকের বলিরেখা দূর করতে ভাতের মাড় ব্যবহার করতে পারেন।

৪. ভেজা চুলে ভাতের মাড় লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল দ্রুত বাড়বে।

ভাতের মাড়ে পানি মিশিয়ে পাতলা করে নিন। শ্যাম্পু করার পর চুলে ভাতের মাড় দিয়ে তিন মিনিট রেখে ধুয়ে ফেলুন। এছাড়া চুলের আগা ফেটার সমস্যায় ভাতের মাড় ব্যবহার করতে পারেন।

আরএম-০৪/২০/০৭ (লাইফস্টাইল ডেস্ক)