বংশগত কারণে ত্বকের রঙ পরিবর্তন

বংশগত কারণে

ত্বকের রঙ বিভিন্ন কারণে পরিবর্তন হয়। পিগমেন্টেশন ডিজঅর্ডার মানে হচ্ছে রঙের পরিবর্তন।

সাধারণত হাইপার পিগমেন্টেশন বেশি দেখা দেয়। এই হাইপার পিগমেন্টেশনের প্রথম লক্ষণ হলো মেছতা। এটি নারী-পুরুষ উভয়েরই হয়। তবে মেয়েদের একটু বেশি হয়। বয়স বাড়লে এটি বেশি হয়।

মেয়েদের হরমোনের পরিবর্তন, বংশগত কারণও পিগমেন্টারি ডিজঅর্ডারের প্রধান কারণ। চুলার কাছে থাকা, জন্মনিয়ন্ত্রণ ওষুধ সেবনে মেয়েদের পিগমেন্টেশন দেখা যায়। এ ছাড়া কসমেটিক ব্যবহারের কারণে মেছতা হতে পারে। বয়সজনিত স্পট বা সূর্যের আলোয় পোড়ার কারণেও নানা ধরনের পিগমেন্টারি ডিজঅর্ডার দেখা দেয়।

শিশুদের শরীরে অনেক সময় ছোপ ছোপ দাগ দেখা যায়। শিশুদের ত্বক খুবই স্পর্শকাতর। শিশুর ত্বকে মশা কামড় দিলেও পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন হয়ে যায়। এই দাগটি ধীরে ধীরে গাঢ় হতে থাকে। কখনও কখনও বংশগত কারণে শিশুদের ত্বকে দাগ হয়ে থাকে।

এ ধরনের সমস্যার ক্ষেত্রে খাবার গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার বেশি খেতে হবে। সমস্যার শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন, চিকিৎসা নিন, ভালো থাকুন।

আরএম-১৬/২১/০৭ (লাইফস্টাইল ডেস্ক)