বদলান কুমারীত্ব নিয়ে ভাবনা

বদলান কুমারীত্ব

সফল বিয়ের চাবিকাঠি কী? অনেককিছুই হতে পারে৷ তবে মেয়েদের কুমারীত্ব এর একটা প্রধান শর্ত বলে অনেকেই মনে করেন৷ কিন্তু সম্প্রতি পরিবর্তন ঘটেছে এই পুরনো ভাবনার৷

কারণ একদল সমাজতাত্ত্বিকের মতে, বিয়ের আগের যৌন সম্পর্ক বিবাহিত জীবনে না কি কোনও প্রভাবই ফেলে না৷ কী রকম?

আসলে যতই আমরা চাঁদে বা মহাকাশে পাড়ি জমাই না কেন বিয়ের ব্যাপারে মেয়েদের কুমারীত্ব নিয়ে প্রায় সব ছেলেই ভাবে৷

এমনকী ডাক্তারের কাছে গিয়ে স্ত্রীয়ের কুমারীত্ব কীভাবে পরীক্ষা করবে, সে বিষয়ে জানতেও দ্বিধাগ্রস্ত হয় না, এমন প্রচুর ছেলেই পাওয়া যায়৷যদিও চিকিৎসাবিজ্ঞানে এর বিশেষ কোনও পদ্ধতি নেই বললেই চলে৷

সেক্স বিশেষজ্ঞদের মতে, অনেক পুরুষই নতুন বিয়ের পর এসে ডাক্তারকে বলতে থাকেন, প্রথম সহবাসের পরেও স্ত্রী-এর রক্তপাত হয়নি৷

আসলে কুমারীত্বর সঙ্গে রক্তপাতের যোগ রয়েছে, এই ধারণাটাই আদতে ভ্রান্ত৷বিশেষ করে সাইকেল চালানো বা সাঁতার কাটা যারা ছোট থেকেই করছেন, তাদের হাইমেন আগেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷

তাছাড়াও প্রথমবার সহবাসের পর রক্তপাত না হওয়ার জন্য কিছু শরীরগত কারণও দায়ী৷কারওর রক্তপাত হল না মানেই সে কুমারী নয়, এমনটা ভাবলে কিন্তু ভুল ভাবা হচ্ছে৷

আসলে একজন মহিলার কুমারীত্ব রয়েছে কি না সে ব্যাপারে একমাত্র বলতে পারে তার প্রেগনেন্সি হিস্ট্রি বা সে নিজে যদি এই ব্যাপারে কখনও মুখ খোলে৷

তাই স্ত্রী বা বান্ধবীর কুমারীত্ব নিয়ে অবিলম্বেই ছেলেদের ভাবনা বদলানো উচিত৷বিয়ের পরবর্তী বেঝাপাড়ার উপরই বেশি মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা৷

আরএম-২১/১৫/০৯ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: কলকাতা২৪)