হানিমুনে তো যাচ্ছেন? সেখানে সাজগোজ কেমন হবে, শিখে নিন

হানিমুনে

সামনেই বিয়ে? বিয়ের প্রস্তুতির সঙ্গে মধুচন্দ্রিমার জন্যও ব্য়াগ গোছানো চলছে? জীবনের সবচেয়ে স্মরণীয় এই ট্রিপে সাজগোজ যেন ঠিকঠাক হয়। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, তা হল… বিয়ের ধকল সামলে হানিমুনে ক্লান্তির ছাপ চেহারায় ফুটে ওঠে। বিয়েতে তো মেকআপ আর্টিস্ট আপনাকে সুন্দর করে তুলবে।

কিন্তু মধুচন্দ্রিমায় নিশ্চয় আপনি মেকআপ আর্টিস্ট সঙ্গে নিয়ে যাবেন না? তার ফলে যেটা হয় অনেকেই চেহারার ক্লান্তি ঢাকতে চড়া মেকআপ করে ফেলেন, না হলে একেবারেই কোনও সাজগোজ ছাড়াই হানিমুন সেরে ফেলেন।

কোনওটাই নিশ্চয় আপনার কাছে কাম্য নয়! তাই মধুচন্দ্রিমায় ঠিক কেমন সাজবেন আর কতটা সাজবেন, রইল তারই চটজলদি টিপস।

* ত্বকচর্চার বেসিক কখনও ভুলবেন না। সেটা হল সিটিএম। অর্থাত্‍ ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। প্রতিদিন নিয়ম মেনে এটা করতে পারলেই চেহারা সুন্দর রাখার অর্ধেক লড়াই আপনি জিতে গিয়েছেন।

* মেকআপের জন্য কোন ফাউন্ডেশন আপনার ত্বকের জন্য উপযোগী, তা খেয়াল করে কিনুন। আপনার স্কিনটোনের চেয়ে এক শেড হালকা ফাউন্ডেশন সব সময় ব্যবহার করবেন। বেছে নিন উপযুক্ত কনসিলার।

* হয় চোখ, নয়তো ঠোঁটে একটু ভারী মেকআপ করুন। একই সঙ্গে দুটোতেই ভারী মেকআপ করলে অতিরিক্ত মনে হতে পারে। যদি চোখে একটু মোটা করে আইলাইনার, মাসকারা লাগান, তাহলে ঠোঁটে শুধু গ্লস লাগিয়ে ছেড়ে দিন। আর ঠোঁট লাল বা শকিং পিংক লিপস্টিক লাগালে চোখে হালকা পেন্সিলের টান দিন।

* বাইরে বেরনোর আগে সানস্ক্রিন লাগাতে কিন্তু ভুলবেন না। না হলে যখন বাড়ি ফিরবেন তখন মুখ একেবারে ট্যান হয়ে যাবে। আগে সানস্ক্রিন লাগিয়ে তারপর মেকআপ করুন।

* হানিমুন ট্রিপ মানেই খুব ব্যস্ত থাকবেন, এতো জানা কথা। কিন্তু রাতে শোওয়ার আগের ত্বকচর্চা বাদ দিলে চলবে না। অবশ্যই মেকআপ তুলে মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করুন। তারপর টোনার লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

আরএম-১৮/২১/০৯ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: এই সময়)