ঠোঁটের ওপরের অংশের ঘাম ঠেকানোর কৌশল

ঠোঁটের ওপরের

আপার লিপের ঘাম বারবার মুছতে অনেকেই বিরক্ত হয়ে পড়েন! গরমে নাকের নিচে ঘামার সমস্যায় অনেকেই ভুগেন! যাদের এই সমস্যা থাকে, তাদের জন্য বিষয়টা দারুণ অস্বস্তির। তবে, যাদের নাকের নিচে ঘামে, তাদের জন্য রইলো কার্যকরী কিছু টিপস।

১. দিনে ডে ক্রিম বা সানব্লক মুখে ব্যবহার করলেও নাকের নিচের অংশে ক্রিম মাখবেন না।

২. স্ট্রেস বা মানসিক চাপে থাকলে মানুষ ঘামে বেশি। ঘাম হওয়া নিয়ে মানসিক চাপ নেয়া বন্ধ করলে দেখবেন ঠোঁটের ওপরের অংশ আগের চেয়ে কম ঘামছে।

৩. অনেকেই ঘাম বন্ধ করতে একগাদা ফাউন্ডেশন লাগিয়ে সমাধান খোঁজেন। তবে পুরু করে ফাউন্ডেশন লাগানোর ফলে ওই অংশ গরম হয়ে আরও বেশি ঘাম হবে।

৩. বাজারে ঘামরোধী অনেক ধরণের প্রসাধন পাওয়া যায়। কিন্তু কেনার আগে দেখে নিন সেগুলো মুখে ব্যবহার উপযুক্ত কি-না!

৪. শুধুমাত্র মুখে গরম লাগলেই নাকের নিচে ঘামে তা নয়। সামাগ্রিকভাবে গরম কম লাগলে ঘাম কম হবে। গরমে তাই এমন কাপড় পরুন যেগুলোতে গরম কম লাগবে।

৫. এসব মেনে চলার পরেও যদি নাকের নিচে অতিরিক্ত ঘাম হয়, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনে চিকিৎসক ঘামরোধী ওষুধ দেবেন।

আরএম-২৭/২২/০৯ (লাইফস্টাইল ডেস্ক)