ব্রণের দাগ দূর করতে চান? (ভিডিওসহ)

ব্রণের দাগ

ব্রণ কম-বেশি সবারই হয়। আর বয়ঃসন্ধি হলে তো কথাই নেই। ব্রণ মানেই মুখে অনেক দাগ। আর এই দাগ সৌন্দর্যহানি ঘটাতে যথেষ্ট। তবে একটি প্যাক ব্যবহার করে কিন্তু সহজেই দূর করতে পারেন ব্রণের দাগ।

ব্রণের দাগ দূর করার এ প্যাকটির কথা জানিয়েছেন বিউটি বিশেষজ্ঞ আফরোজা পারভিন। দেশীয় বিউটি ইন্ডাস্ট্রির একটি পরিচিত নাম আফরোজা পারভিন। প্রায় ১০ বছর তিনি কাজ করছেন এ মাধ্যমে। তিনি এসএমএ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে সার্টিফাইড। তিনি রেড বিউটি স্টুডিও ও স্যালুনের স্বত্বাধিকারী। সৌন্দর্য পরামর্শক হিসেবে কাজ করছেন ডিবিসি নিউজ ও কালারস এফএমে। তিনি ‘উজ্জ্বলা’রসহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।

উপাদান

১. টক দই

২. হলুদ গুঁড়া

যেভাবে তৈরি করবেন

চার চা চামচ টক দই ও দেড় চা চামচ হলুদ গুঁড়া নিন। এবার ভালোভাবে মেশান। এ প্যাকটি মুখে লাগিয়ে ম্যাসাজ করে ১০ মিনিটের মধ্যে ধুয়ে ফেলবেন। নিয়মিত প্যাকটি ব্যবহারে মুখের দাগ চলে যাবে এবং একই সঙ্গে ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। এই প্যাকটি দিয়ে ব্রণের দাগ খুব সহজে দূর করতে পারবেন।

আরএম-২৩/১৫/১০ (লাইফস্টাইল ডেস্ক)