পোশাক পরে লম্বা হোন!

পোশাক পরে

পোশাক পরে লম্বা হোন! শিরোনাম পড়ে নিশ্চয় ভাবছেন, সেটা কীভাবে? কার্যত পোশাক আপনাকে লম্বা করবে না ঠিকই, তবে কিছু কৌশল খাটিয়ে পোশাক পরলে আপনাকে বেশ লম্বা দেখাবে। তাই নিজেদের কম উচ্চতা নিয়ে যাদের বেশি আক্ষেপ, তারা পোশাক নির্বাচনে অনুসরণ করুন কিছু কৌশল।

চলুন তাহলে জেনে নেয়া যাক, কেমন পোশাক নির্বাচন করবেন

একরঙা পোশাক পরুন

সাধারণত একরঙা পোশাক শারীরিক বিভিন্ন খুঁত লুকিয়ে রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তাই গাঢ় শেডের একরঙা পোশাক পরুন। এতে আপনাকে বেশ লম্বা দেখানোর পাশাপাশি অনেক আকর্ষণীয় করে তুলবে।

কখনো বড় প্রিন্টের পোশাক পরবেন না

বড় বড় উজ্জ্বল রঙের প্রিন্টের পোশাক কখনোই পরবেন না। কারণ এই ধরণের পোশাক শারীরিক গড়নকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে। এতে যেমন খাটো দেখায় তেমনি মোটাও লাগে। তাই যতটা সম্ভব বড় ছাপযুক্ত পোশাক এড়িয়ে চলুন।

স্ট্রাইপের পোশাক পরুন

আপনাকে লম্বা দেখাতে বেছে নিতে পারেন স্ট্রাইপের নকশা করা পোশাক। এতে উচ্চতা খানিকটা বেশি দেখায়। আর আড়াআড়ি নকশার পোশাক একেবারে এড়িয়ে চলুন।

কন্ট্রাস্ট পোশাক এড়িয়ে চলুন

পোশাকে কন্ট্রাস্ট যতটা সম্ভব এড়িয়ে চলুন। বিশেষ করে সালোয়ার-কামিজে বিপরীতধর্মী রঙ একেবারেই পরবেন না। চেষ্টা করুন একই রঙের পোশাক পরার।

ছোট হাতার পোশাক পরুন

পোশাকে ফুল হাতা বা থ্রি-কোয়ার্টার হাতের পরিবর্তে ছোট হাতার পোশাক পরুন। এতে আপনার হাত অনেকটুকু বের হয়ে থাকে বলে দেখতেও লম্বা লাগে।

প্যান্ট ও সালোয়ারের ধরণ

পরিধানে খুব বেশি ঢোলা প্যান্ট বা সালোয়ার পরবেন না। বেল বটম বা ডিভাইডার প্যান্ট এড়িয়ে চলুন। জেগিংস,লেগিংস বা ন্যারো কাটের প্যান্ট পরতে পারেন। এতে আপনাকে বেশ লম্বা দেখাবে।

টপস পরতে পারেন

পরার ক্ষেত্রে টপস বেছে নিতে পারেন। তবে টপসের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ সব ধরনের টপস কম উচ্চতার মানুষদের মানায় না। ফ্রক টাইপের বা গোল ঘেরের টপস যেন খুব বেশি লম্বা না হয়।

রকমারি শাড়ি

আপনার উচ্চতা বাড়াতে সবচেয়ে বেশি সহায়ক শাড়ির নকশা ও পরার ধরণ। চওড়া ও ভারী কাজের পাড়ওয়ালা শাড়ি পরলে লম্বা মানুষকেও খাটো দেখায়। তাই চিকন পাড়ের শাড়ি পরুন।

আরএম-৩০/২০/১০ (লাইফস্টাইল ডেস্ক)