গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা এড়াতে করণীয়

গ্যাস সিলিন্ডার

চলতি বছরেই বাংলাদেশে ঘটে গেল বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই দুর্ঘটনা এড়াতে সচেতনার বিকল্প নেই।

গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে কয়েকটি করণীয় এখানে উল্লেখ করা হলো:

* রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করতে হবে।

* সিলিন্ডার কোনোভাবেই চুলার অথবা আগুনের পাশে রাখবেন না। এতে বিস্ফোরণ ঘটতে পারে।

* ঘরে গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানালা খুলে দিন এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন।

* চুলা থেকে যথেষ্ট দূরে, বাতাস চলাচল করে এমন স্থানে এলপিজি সিলিন্ডার রাখুন।

* রান্না শুরু করার আধা ঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিন।

* রান্নাঘরের উপরে ও নিচে ভেন্টিলেটর রাখুন।

* গ্যাসের গন্ধ পেলে ম্যাচের কাঠি জ্বালাবেন না, ইলেকট্রিক সুইচ এবং মোবাইল ফোন অন বা অফ করবেন না।

* চুলা সিলিন্ডার থেকে নিচুতে রাখবেন না। কমপক্ষে ৬ ইঞ্চি উপরে রাখুন।

আরএম-২১/৩১/১০ (লাইফস্টাইল ডেস্ক)