চুলের রুক্ষতা দূর করুন মাত্র একটি উপায়েই

চুলের রুক্ষতা

আবহাওয়ার ওঠা নামা ও শীতের আগমনে প্রায় সবার চুলই রুক্ষ হয়ে পড়ছে! সঠিক যত্নের অভাবে চুল হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তবে জানেন কি?

সামান্য একটু যত্ন নিলেই চুলের এই রুক্ষতা দূর করা সম্ভব। প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতে বসেই একটি ভালো মানের চুলের প্যাক তৈরি করে স্বাস্থ্যোজ্জ্বল চুল ফিরিয়ে আনা যায়।

যেভাবে তৈরি করবেন

প্যাকটি ব্যবহার করতে হবে হট ওয়েল ম্যাসাজ করার পর। চুলের পরিমাণের ওপর নির্ভর করে প্যাকটি তৈরি করতে হবে।

কলার পেস্টের সঙ্গে সমপরিমাণ টক দই, এক টেবিল চামচ মধু ও এক চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। নারকেল তেল দিলে কলার আঁশ চুলে লেগে থাকবে না।

ভালোভাবে উপাদানগুলো মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

আরএম-১৬/০২/১১ (লাইফস্টাইল ডেস্ক)