আপনার বয়স কত? সেটা বুঝেই মিলনে মাতুন পার্টনারের সঙ্গে, নইলেই বিপদ!

আপনার বয়স

শারীরিক মিলন একান্তই ব্যক্তিগত বিষয় ৷ কারোর কথা আপনি কেন শুনবেন ৷ আপনার ইচ্ছা হলে মিলিত হবেন আর না হলে হবেন না ৷ কিন্তু বিষয়টা এতটা সহজ নয় ৷

কারণ অধিক যৌন মিলন যেরকম আপনার পক্ষে ক্ষতিকারক,তেমনি আদৌ শারীরিক সম্পর্ক স্থাপন না করাটাও কিন্তু বড় বিপদের ইঙ্গিত হতে পারে ৷ এমনটাই জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিনসে ইনসটিটিউট ৷

Kinsey Institute for research in Sex, Reproduction & Gender-র সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ি যেমন আপনার বয়সের রেঞ্জ তারওপরই নির্ভর করবে কতটা অবধি যৌনতায় আপনি মাতোয়ারা হতে পারেন ৷

আপনার বয়স যদি ১৮ থেকে ২৯ -র মধ্যে হয় তাহলে বছরে ১১২ বার অবধি মিলন সঠিক ৷ এই হিসেব ধরলে সপ্তাহে দু‘দিন অবধি আপনি আর আপনার পার্টনার শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন ৷

আপনার বয়স যদি ৩০- ৩৯ -র মধ্যে হয় তাহলে আপনার বছরের যৌন মিলনের সংখ্যা হওয়া উচিত ৮৬ ৷ এই হিসেবে সপ্তাহে গড় দাঁড়ায় ১.৬ বার ৷

আর বয়সটা ৪০-র কোঠায় পৌঁছে গেলেই আরও নিয়ন্ত্রিত করে ফেলুন নিজেকে ৷ ২০ -র কোঠায় যে পরিমাণে শারীরিক মিলন সম্ভব ৪০ -র তার ঠিক অর্ধেক শরীরের জন্য ভালো ৷ সংখ্যাটা কমে বছরে হয়ে যাক ৬৯ বার ৷ যার মানে দাঁড়াচ্ছে সপ্তাহে একবারও মিলিত হওয়া নিশ্চিত নয় ৷

অনেক সময়েই নিজেদের যৌন মিলনের ইচ্ছা কমে যাওয়া নিয়ে চিন্তায় পরে যান অনেকেই ৷ এই সমীক্ষা বলেছে এটাই স্বাভাবিক ৷ তাই এই নিয়ে অযথা চিন্তা না করে আনন্দ করুন ৷

যদি ভাবেন ছকে বাঁধা জীবন কেন কাটাবো তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আরও অনেক বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করে থাকবে ৷

আরএম-২৩/০৩/১১ (লাইফস্টাইল ডেস্ক)