আপনারও আছে নাকি এমন স্বভাব! শীঘ্রই হারাতে পারেন যৌনক্ষমতা

আপনারও আছে

অজান্তেই আমাদের কিছু বদঅভ্যাস সর্বনাশ ডেকে আনে আমাজের জীবনে ৷ ব্যথা হলেই মুড়িমুড়কির মতো পেইনকিলার খেয়ে নেওয়া তার মধ্যে একটি ৷ ডাক্তার না দেখিয়েই ওষুধ দোকান থেকে নামী বা জোরালো ডোজের পেইনকিলার খাওয়ার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে ৷

এমন স্বভাব যদি আপনারও থাকে তবে এখনই সাবধান হন ৷ সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, যখন তখন চিকিৎসকের পরামর্শ ছাড়া বারবার পেইনকিলার জাতীয় ওষুধ খেলে কমে যেতে পারে যৌনক্ষমতা ৷

বিজ্ঞানীদের দাবি, পেইনকিলারের পার্শ্বপ্রতিক্রিয়ায় কেউ কেউ যৌনক্ষমতা সম্পূর্ণভাবে হারাতে পারেন ৷ এছাড়াও ব্যথা কমানোর ওষুধ প্রয়োজনের অতিরিক্ত খেলে মাংসপেশী দুর্বল হয়ে যায় একইসঙ্গে শরীরে ক্লান্তিভাব বেড়ে যায় ৷

বিজ্ঞানীরা প্রাপ্তবয়স্ক বিভিন্ন বয়সের পুরুষের উপর ৬ সপ্তাহ ধরে পরীক্ষা চালিয়ে দেখেছেন পুরুষদের হরমোনের উপর গভীর প্রভাব ফেলে ইবুপ্রফেন অর্থাৎ পেনকিলার জাতীয় ওষুধ ৷ ইবুপ্রফেন আসলে পুরুষদেহে টেস্টোথেরনের ক্ষরণ বাড়িয়ে দেয় ৷

এর ফলে লাগাতার ব্যথা কমানোর ওষুধ খাওয়ার ফলে শরীর স্বাভাবিকভাবে টেস্টোথেরন উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে ৷ ফলে প্রভাব পড়ে যৌনতায় ৷ ক্ষতিগ্রস্থ হয় যৌন জীবন ৷

আরএম-২৮/০৩/১১ (লাইফস্টাইল ডেস্ক)