মেসতা স্থায়ীভাবে দূর করুন মাত্র একটি উপায়ে

মেসতা স্থায়ীভাবে

মেসতা খুবই বিরক্তিকর একটি সমস্যা। জানেন কি, মেসতা হওয়ার মূল কারণ হচ্ছে অপরিচ্ছন্ন ত্বক। ত্বকের প্রতি যারা বেশি উদাসীন তারাই এই সমস্যায় বেশি ভুগেন।

তাই ত্বকের প্রতি হতে হবে যত্নবান। তবে মেসতা হয়ে গেলেও এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় রয়েছে। বাইরের কোনো প্রসাধনী ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতিটাই বেশি হয়। তবে ঘরোয়া একটি উপায়ে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-

যা যা লাগবে

কাঁচা হলুদ বাটা ১ চা চামচ, ১ চা চামচ লেবুর রস।

তৈরি ও ব্যবহার

প্রথমে কাঁচা হলুদ ও লেবু একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে। এবার যেখানে মেসতা রয়েছে সেখানে ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন খুব দ্রুত ভালো ফলাফল পাবেন।

সতর্কতা

> গোসলের আগে এই প্যাক ব্যবহার করবেন।

> এই প্যাক ব্যবহার করার পর ৩-৪ ঘন্টা রান্নাঘর বা রোদে যাবেন না।

> প্রতিদিন এই প্যাক ব্যবহার করুন। যতদিন পর্যন্ত দাগ না কমে ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।

আরএম-১৩/০৭/১১ (লাইফস্টাইল ডেস্ক)