ঠোঁটে কালো দাগ? দূর করুন সহজে

ঠোঁটে কালো

স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও অসংখ্য মানুষ সিগারেট পান করেন। এর ফলে শ্বাসনালী বা ফুসফুসের মারাত্মক ক্ষতির সঙ্গে সঙ্গে আরো নানা রকম জটিল রোগ দেখা দেয়। অনেকের ঠোঁট কালো হয়ে যায়। ধূমপান ছেড়ে দেয়ার পরও ঠোঁটের এসব কালচে দাগ থেকে যায়। কয়েকটি কৌশল জানা থাকলে এসব দাগ দূর করা যায়।

* মধু আর চিনির সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে দশ মিনিট আলতো ভাবে ঠোঁটে মাখুন। এই মিশ্রণ আপনার ঠোঁটকে উজ্জ্বল করতে সাহায্য করে।

* দুধ বা টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্টিক অ্যাসিড, যা ঠোঁটকে উজ্জ্বল করে। প্রতিদিন অন্তত দু’বার দুধ বা টক দই তুলোয় নিয়ে ঠোঁটে মালিশ করুন। মরা চামড়াগুলোকে ঘষে তুলে দিতে সাহায্য করে।

* চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে ঘষে তুলে দিতে সাহায্য করে।

* লেবু ঠোঁটের কালো হয়ে যাওয়া চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে।

* মধু, চিনি আর বাদামের তেল একসঙ্গে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি দিয়ে নিয়মিত ঠোঁটে মালিশ করুন। ঠোঁটের উজ্জ্বলতা বাড়ানোর সঙ্গে সঙ্গে কোমলতাও বাড়াবে।

আরএম-০৮/১৪/১১ (লাইফস্টাইল ডেস্ক)