আসল হীরা চেনেন তো?

আসল হীরা

বিয়ের মৌসুম চলে এলো, অ্যানগেজমেন্ট এমাসেই করে নিতে চান অনেকে। আর এজন্য চাই মনের মতো একটা আংটি। আজকাল ভারী গয়না ‍খুব বেশি পছন্দ না মেয়েদের। তার বদলে ছোট ছোট হীরার গয়না অনেক বেশি পছন্দ করেন।

তো অ্যানগেজমেন্ট করতে পারেন সাধ্য অনুযায়ী হীরার আংটিতে। হীরার গয়না কেনার কথা ভাবছেন, আসল হীরা চেনেন তো? কীভাবে আসল হীরা চেনা যায় জেনে নিন:

• ক্যারেট হীরা সমান ০.২ গ্রাম। এই হিসেব মাথায় রেখেই হীরার ক্যারেট বিবেচনা করা হয়। এই ১ ক্যারেট হীরাকে সেন্ট হারে বিক্রি করা হয়। আকারের ওপর নির্ভর করে হীরার দাম নির্ধারণ করা হয়

• হীরাতে আলো ফেললে এর ভেতরে ধূসর ও ছাই রঙের আলোকচ্ছটা দেখা যাবে,যা সত্যিই দারুণ

• হীরার প্রাকৃতিকভাবে কতটুকু খুঁত থাকে তা বুঝতে আকার এবং আকৃতির ওপর ১০ পাওয়ারের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে হীরা নির্ণয় করা হয়

• মনে রাখবেন হোয়াইট টোপাজ, হোয়াইট স্যাফায়ার, কিউবিক জিরকোনিয়াম, মইসানাইট বা ল্যাব গ্রোন পাথরগুলোও দেখতে হীরার মতোই।

• হীরার গয়না সব সময় ব্র্যান্ডের দোকান থেকে কিনতে হবে। আর মনে করে হীরার মান উল্লেখ করে ওয়ারেন্টি কার্ড বুঝে নিন ও সংরক্ষণ করুন।

আরএম-১৪/১৫/১১ (লাইফস্টাইল ডেস্ক)