ব্রণ ও ব্ল্যাকহেডস রোধ করুন একটি কৌশলেই

ব্রণ ও ব্ল্যাকহেডস

ব্রণ ও ব্ল্যাকহেডস খুবই বিরক্তিকর একটি সমস্যা। এর ফলে ত্বকের সৌন্দর্য দিন দিন ম্লান হতে থাকে। আর সে সঙ্গে কমতে থাকে নিজের প্রতি বিশ্বাসও।

তাই এমন একটি কৌশল জানা প্রয়োজন যা এই সমস্যা থেকে চিরস্থায়ী সমাধান দিবে। একটি ফেস-প্যাক হতে পারে এর সমাধান। যা শুধু ব্রণ নয়, দূর করবে বিরক্তিকর ব্ল্যাকহেডসও। চলুন তবে দেরি না করে জেনে নেয়া যাক ফেস-প্যাকটি তৈরি ও ব্যবহার পদ্ধতি-

যা যা লাগবে

১ চা চামচ অলিভ অয়েল, আধা চা চামচ খাঁটি মধু, ১ চা চামচ বেকিং সোডা।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

প্রথমে মুখ খুব ভালো ভাবে পরিষ্কার করে নিন। এরপর সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্ট পরিষ্কার ত্বকে মাখুন। তারপর ১০ মিনিট অপেক্ষা করুন।১০ মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মধু ত্বকের ব্যাকটেরিয়ার প্রকোপ দূর করার মাধ্যমে ব্রণ কমায়। এছাড়াও রোমকূপ সংকুচিত করে ফলে ব্ল্যাক হেডসের সমস্যা দূর হয়। বেকিং সোডা, যা ত্বকের মরা কোষ কয়েক মিনিটের মাঝেই দূর করে দেয় এবং ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং অলিভ অয়েল যা ত্বকে পুষ্টি যোগায়। তাই এই প্যাকটি প্রত্যেক সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, সমস্যাবিহীন ও একেবারেই দাগছোপ মুক্ত।

আরএম-১৬/১৬/১১ (লাইফস্টাইল ডেস্ক)