যেসব ভুলে ত্বকে ব্রণ হয়

যেসব ভুলে

দাগহীন, উজ্জ্বল ত্বক দেখতে সবারই ভালো লাগে। কিন্তু ত্বকে ব্রণ হলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অনেক সময় নিজের ছোট ছোট ভুলের কারণে ত্বকে ব্রণ হয়।

জেনে নিন নিজের যেসব ভুলে ত্বকে ব্রণ হয়

বয়স বিবেচনা না করে প্রসাধনী ব্যবহার

বেশিরভাগ মানুষ বয়স বিবেচনা না করে প্রসাধনী ব্যবহার করেন। বয়স, ত্বকের ধরন, ঋতু বিবেচনা করে প্রসাধনী ব্যবহার করলে ত্বকে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে না।

সাবানের ব্যবহার

সাবানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে। ক্ষতিকর রাসায়নিক পদার্থ ত্বককে রুক্ষ ও শুষ্ক করে দেয় এবং ব্রণের সৃষ্টি করে।

স্মার্টফোনের ব্যাকটেরিয়া

স্মার্টফোন সঠিকভাবে ব্যবহার না করলেও ব্রণ ওঠে ত্বকে। স্মার্টফোনে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়ার কারণে ত্বকে ব্রণ ওঠে। নিয়মিত স্মার্টফোন জীবাণুনাশক দিয়ে মুছে রাখতে হবে।

প্রায়ই মুখে হাত দিয়ে স্পর্শ করা

প্রায়ই হাত দিয়ে মুখ স্পর্শ করেন। ডা.নিবেদিতা বলেন,  ‘ঘন ঘন মুখে হাত দিলে ত্বকে তেল, ময়লা এবং জীবাণু আটকে গিয়ে ব্রণ হয়।’

আরএম-১৫/১১/১২ (লাইফস্টাইল ডেস্ক)