বউয়ের উচ্চতা কম হলে সংসারে কি হয়?

বউয়ের

জিসকি বিবি ছোটি উসকা ভি বড়া নাম হ্যায়! হ্যাঁ, ঠিকই। কম উচ্চতার স্ত্রী এবং লম্বা স্বামী হলে তাঁদের মতো সুখী দম্পতি আর দুটি হয় না। সম্প্রতি একটি গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে।

গবেষণায় দেখা গিয়েছে মহিলারা তাঁদের থেকে লম্বা স্বামী পছন্দ করেন বিশেষ কিছু কারণে। তারমধ্যে অন্যতম হল, লম্বা বয়ফ্রেন্ড বা স্বামী হলে মহিলারা প্রোটেক্টেড অনুভব করেন। দম্পতিদের মধ্যে সুখের খোঁজে বেরিয়ে একটি গবেষণা শুরু করেন কিটায়ে সোহন। জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে উচ্চতার ফারাক সুখী দাম্পত্যের চাবিকাঠি।

২০১৩ সালে সাইকোলজি টুডে-তে প্রকাশিত একটি গবেষণায়ও একই দাবি করা হয়েছিল। তবে সেই সঙ্গে এও বলা হয়েছিল, শুধু উচ্চতা থাকলেই নিরাপত্তা অনুভূতি তৈরি হয় না। যদি সেই পুরুষ শারীরিকভাবে শক্তিশালী এবং একই সঙ্গে মেধাবী না হন তাহলে শুধুমাত্র উচ্চতা দিয়ে বেশিদিন স্ত্রীর মন ধরে রাখা যায় না।

তাই ভালোবাসা বা দাম্পত্য জীবনের শুরুতে উচ্চতার জন্যে স্বামী-স্ত্রীর মধ্যে রোম্য়ান্স খানিক বেশি হলেও, দীর্ঘ চলার পথে তা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে যদি না একজন পুরুষের মধ্যে বীরত্ব, বুদ্ধিমত্তা ও চারিত্রিক দৃঢ়তা থাকে।

আরএম-১৫/১৩/১২ (লাইফস্টাইল ডেস্ক)