হাতের তালুতে একটি পেঁয়াজ ঘষুন, তারপর দেখুন ম্যাজিক

হাতের তালুতে

পেঁয়াজের নাম শুনলেই সবার চিন্তা বেড়ে যায়। এর মূল্য বৃদ্ধির কারণই হচ্ছে এই চিন্তার বিষয়। তবে পেঁয়াজ ছাড়া কোনো সুস্বাদু খাবারের কথা চিন্তা করাও কঠিন। তাইতো কম-বেশি পেঁয়াজের ব্যবহার রান্নাতে হয়েই থাকে।

তবে অবাক করা তথ্য হচ্ছে, পেঁয়াজ দ্বারা অনেক রোগ থেকেও মুক্তি মেলে সহজেই। কিছু কিছু রোগতো হাতে পেঁয়াজ ঘষলেই সেরে যায়। যা এক রকম যাদুই মনে হয়। চলুন তবে জেনে নেয়া যাক পেঁয়াজ আমাদের কী কী সমস্যা থেকে পরিত্রাণ দেয়-

> ত্বকের জেল্লা ফিরে পেতে পেঁয়াজ যাদুর মতো কাজ করে। পেঁয়াজের রসের সঙ্গে হলুদ মিশিয়ে তা ত্বকে লাগান। দেখবেন ধীরে ধীরে ত্বকের দাগ মিলিয়ে যাবে। সে সঙ্গে পাবেন উজ্জ্বল ত্বকও।

> পেঁয়াজকে ন্যাচারাল পেইনকিলারও বলা হয়। পিরিয়ডের ব্যথা কমাতে পেঁয়াজ খেতে পারেন।

> ঠাণ্ডায় সর্দিতে ভুগছেন কিংবা গরমে নাক থেকে রক্তপাত হচ্ছে? এই সমস্যার সমাধানে পেঁয়াজের গন্ধই যথেষ্ট। পেঁয়াজের তীক্ষ্ণ গন্ধ এসব সমস্যা থেকে মুক্তি দেয় একরকম যাদুর মতোই।

> শীতে গলা ব্যথায় ভুগে থাকলে আজই পেঁয়াজ ফোটানো কুসুম গরম পানি পান করুন। চটজলদি আরাম পাবেন।

> মশা বা মৌমাছি কামড়ালে সে স্থানে পেঁয়াজ ঘষুন। এতে থাকা সালফার নিমিষেই চুলকানি বন্ধ করে স্বস্তি দিবে।

> শীতে শরীর ঠাণ্ডা হয়ে থাকলে, হাতের তালুতে একটি পেঁয়াজ ঘষুন। দ্রুত শরীর গরম হবে।

আরএম-২৩/২৩/০১ (লাইফস্টাইল ডেস্ক)