দাগহীন ত্বক পেতে টমেটো ব্যবহার করুন এ উপায়ে

দাগহীন ত্বক

শীতের খুবই সুস্বাদু একটি সবজি হচ্ছে টমেটো। কাঁচা কিংবা নানাভাবেই রান্না করে খাওয়া যায় টমেটো। অনেক গুণসম্পন্ন এই সবজিটি স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী। তাছাড়া রূপচর্চায়ও এর ব্যবহার অতুলনীয়।

টমেটো উচ্চ লাইকোপিন সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। তাইতো বিশেষজ্ঞরা রোদে পোড়া ভাব, বলিরেখা ও চোখের নিচে কালো দাগ দূর করতে টমেটো ব্যবহারের কথা বলেন।

চলুন তবে জেনে নেয়া যাক সুন্দর ও মসৃণ ত্বক পেতে যে উপায়ে টমেটো ব্যবহার করবেন-  

প্রথমে একটি পাকা টমেটো বেছে নিন। এটি থেঁতো করে একটি পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট ভালোভাবে মুখে লাগিয়ে নিন। তারপর ১০ মিনিট এটি ত্বকে ম্যাসাজ করুন।

সবশেষে কুসুক গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন খুব দ্রুত ফলাফল পাবেন। তাছাড়া প্রাকৃতিক ক্লিনজার হিসেবে  টমেটো ব্যবহারের প্রচলন অনেক দিনেরই।

আরএম-২১/২১/০২ (লাইফস্টাইল ডেস্ক)