কর্মক্ষেত্রে করোনাভাইরাস থেকে বাঁচতে মেনে চলুন এসব

কর্মক্ষেত্রে

করোনা আতঙ্কে সারাবিশ্ব। প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে ১৬২টি দেশ এই ভাইরাসে আক্রান্ত। এ পর্যন্ত এতে মারা গেছেন প্রায় সাত হাজার ১৬৫ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০। এছাড়া হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন। এরইমধ্যে নোভেল করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আমাদের দেশে এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন দশজন। যদিও তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এরপরও সংক্রমণ ঠেকাতে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া যেকোনো জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে প্রতিনিয়তই সর্তকতা জারি করা হচ্ছে।

তবে অনেক অফিস-আদালত চলছে। আপনাকেও যেতে হচ্ছে কর্মক্ষেত্রে। সেখানেও রয়েছে ভাইরাস সংক্রমণের ঝুঁকি। জেনে নিন কীভাবে কর্মক্ষেত্রে করোনাভাইরাস থেকে সতর্ক থাকবেন-

> নোভেল করোনাভাইরাস প্রতিরোধে নিজের নিরাপত্তার স্বার্থে অফিসে যাওয়ার সময় হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব বা সোপ ডিসপেনসার কাছে রাখুন। খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর অবশ্যই তা ব্যবহার করুন।

> ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে অফিসে করোনাভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক করুন। সেই সঙ্গে এর প্রাথমিক শিক্ষা দিন।

> কেউ এ সময় জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হলে তাকে কিছুদিন অফিস থেকে বিশ্রাম নিতে বলুন।

> করোনার সামান্যতম লক্ষণ দেখা দিলে ঘরে থাকুন। ঘরে থেকেই অফিসের কাজ করার পরামর্শ দিন। অহেতুক আতঙ্ক ছড়াবেন না।

> অফিসে মাস্ক ব্যবহার করুন। মাস্কটি মুখ থেকে খুলে নিজের ডেস্কে বা অন্যের ডেস্কে রাখবেন না। এমনকি হাঁচি বা কাশির সময় ব্যবহার করা রুমাল সাবধানে রাখুন।

> অফিসের কিচেন, লিফটের সুইচ, দরজার হাতল, রেস্ট রুম ইত্যাদি জায়গাগুলো জীবাণুনাশক ফিনাইল দিয়ে পরিষ্কার রাখার পরামর্শ দিন। অফিস চলার সময় এসব জায়গাগুলো প্রতিদিন তিন থেকে চারবার পরিষ্কার করতে হবে।

> অফিসে ঢুকে কাজের আগে নিজের ডেস্ক, কম্পিউটার, মাউস, কিবোর্ড ও টেলিফোন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিন।

> অফিসের ভেতরে থাকা ডাস্টবিনটি অফিসের বাইরে রাখুন।

> সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যাড প্রিভেনশন সিডিসি’র মতে, প্রত্যেক কর্মচারীদের ডিসপোজেবল ওয়াইপস সরবরাহ করা উচিত। যাতে অফিসের প্রতিটি গেজেট ব্যবহারের আগে ধুলাবালি মুছে ফেলতে পারেন।

আরএম-১৫/২০/০৩ (লাইফস্টাইল ডেস্ক)