ঠোঁটের কালচে দাগ দূর করার ঘরোয়া দুই উপায়

করোনার আতঙ্কে সবাই এক প্রকার ঘরবন্দী। এসময়টি অলসভাবে না কাটিয়ে নিজের প্রতি নিন একটু বাড়তি যত্ন। অনেকেরই ঠোঁট কালো হয়ে যায়। এর থেকে রক্ষার জন্য অনেক পদ্ধতিও অবলম্বন করেন।

তবে অনেক ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া সম্ভব হয়ে ওঠে না। বরং এসব প্রসাধনী ব্যবহারে অনেককেই ক্ষতির সম্মুখীন হতে হয়। ঘরোয়া দুটি উপায়ে খুব সহজেই আপনি এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক ঠোঁটের কালচে দাগ দূর করার ঘরোয়া দুই উপায়-

টমেটোর রস

প্রতিদিন অন্তত দু’বার করে টমেটোর রস ঠোঁটে মাখুন। এতে আপনার ঠোঁট উজ্জ্বল হবে।

দুধ বা টক দই

ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাক্টিক অ্যাসিড খুবই উপকারী। দুধ বা টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্টিক অ্যাসিড। দুধ বা টক দই তুলোয় নিয়ে প্রতিদিন অন্তত দু’বার করে ঠোঁটে মালিশ করুন। এটি ঠোঁটের মরা চামড়াগুলোকে ঘষে তুলে দিতে সাহায্য করে। একই সঙ্গে ঠোঁটের কালচেভাব দূর করতেও সাহায্য করে।