শীতে ত্বকের স্বাভাবিক লাবণ্য ধরে রাখতে নিয়মিত ব্যবহার করুন মধুর ফেসপ্যাক

শীতে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে দ্রুত। এ সময় ত্বকের স্বাভাবিক লাবণ্য ধরে রাখতে নিয়মিত মধুর ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

⇒ শুষ্ক ত্বকের যত্নে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ অলিভ অয়েলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের রুক্ষতা।

⇒ আধা চা চামচ মধু, একটি পাকা কলা ও ২ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে পেলব।

⇒ ১ চা চামচ মধু ত্বকে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।

⇒ একটি ডিমের কুসুম, ১ চা চামচ দই, ১ চা চামচ মধু এবং আধা চা চামচ আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ফিরবে।

⇒ ব্রণ থেকে মুক্তি পেতেও মধু ব্যবহার করতে পারেন। ১ চা চামচ মধু এবং অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

⇒ ত্বকের মরা চামড়া দূর করতে বাদামের গুঁড়া ও মধু মিশিয়ে ত্বকে লাগান। কয়েক মিনিট ঘষে ধুয়ে ফেলুন।

আরএম-০৩/১৬/১১ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: বোল্ডস্কাই)