আঙ্গুর প্রায় সবারই একটি পছন্দের ফল। অন্যান্য ফলের মতোই আঙ্গুর প্রাকৃতিক ভিটামিনে ভরপুর। এতে যথেষ্ট ভিটামিন ‘সি’ এবং ‘এ’ আছে। এছাড়াও অল্প পরিমাণে পাওয়া যায় থায়ামিন, ভিটামিন ই, যা শরীরের খনিজ উপাদানের চাহিদা মেটায়।
আঙ্গুরের স্বাস্থ্যকর গুণাগুণ তো আছেই, তবে সেই সঙ্গে ত্বকের যত্নেও আছে এর নানারকম ব্যবহার। আঙ্গুরের ব্যবহার আপনার ত্বকের সমস্যা প্রতিরোধ করে ত্বককে ভালো রাখে। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে আঙ্গুরের ব্যবহার সম্পর্কে-
> কয়েকটি আঙ্গুর হাত দিয়ে আলতো করে পুরো মুখে মিনিট খানেক ঘষে নিন। এবার হালকা করে পানিতে মুখ ধুয়ে ফেলুন। একবারেই প্রাকৃতিক ফেইস ওয়াশের কাজ করবে এটা আপনার মুখে।
> আঙ্গুর ম্যাশ করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব কাটিয়ে এতে আপনার ত্বক আরও উজ্জ্বল হবে।
> বিভিন্ন নামী দামী স্কিন কেয়ার প্রোডাক্টে আঙ্গুরের বীজ ব্যবহার করা হয়। কারণ এর নির্যাস অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট হিসেবে কাজ করে। যা ত্বকের কোষ রক্ষা করে , রক্ত প্রবাহ বাড়ায়, ত্বককে ভালো রাখে।
আরএম-১৭/২৫/১১ (লাইফস্টাইল ডেস্ক)