পুরনো বন্ধুর সাথে যোগাযোগে যা মাথায় রাখবেন

বন্ধু থাকা জরুরি। বন্ধু আপনায় চেনে, আপনিও তাদের বোঝেন। তবে জীবনের তাগিদে নানা কারণে বন্ধুর সঙ্গে দূরত্ব বাড়াটা অস্বাভাবিক কিছুই নয়। বহুবছর পর অবশ্য আবার যোগাযোগ হতে পারে। বন্ধুত্ব তো এমনই। তারপর আবার দেখা করার আবেদন। এমন মূহুর্তে আপনার কি করার আছে? আসুন জেনে নেই:

প্রত্যাশা কম রাখুন

জীবন আপনাদের মধ্যে দুরত্ব তৈরি করেছে। দুজনের জীবনে বদল এসেছে নানাভাবে। তাই আবার দেখা হলে আগের মতোই সহানুভূতি পাবেন এই প্রত্যাশা রাখবেন না।

স্মৃতিতে রাখুন

বন্ধুর সঙ্গে গভীর আলাপের আগে নিজেদের পুরোনো স্মৃতি সামনে আনুন। দুজনের মধ্যে অস্বস্তিভাব কমাতেই হবে। তাই প্রথমেই নিজেদের অপরাধবোধের গল্প টানবেন না।

পুরনো সমস্যা থাকলে তা দূর করুন

কার সম্পর্কে কেমন দুরত্ব হয়েছে তা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। বরং নিজেদের মধ্যে সমস্যা বা ভুল বোঝাবুঝির নিরসন করুন। একে অপরকে দোষ নয়, যৌক্তিক সমাধানে আসার চেষ্টা করুন।

এসএ-২৬/১২/২২ ( লাইফস্টাইল )