রোদেও নষ্ট না হোক ঈদের সাজ

বাইরে ঝকঝকে রোদ। ঈদে ঘোরার জন্য আদর্শ এক সময়। এই সময়টিতে আনন্দের সঙ্গে শঙ্কাও কম নয়। যা সাজ নিয়েছেন তা তো গরমে নষ্ট হতে পারে। তখন বাইরে গিয়ে পড়তে হবে ঝামেলায়। সেটাও সমস্যা না যদি একটু বুদ্ধিমান হন। যা করতে হবে:

হালকা প্রসাধনী ব্যবহার করতে হবে
ঈদে ভারী কিংবা ক্রিমজাতীয় মেকআপ ব্যবহার করা থেকে দূরে থাকুন। অবশ কোনো উৎসবেই তা করা উচিত নয়। হ্যাঁ, ভারি মেকআপ করবেন বিশেষ কিছু ক্ষেত্রে।

ত্বক পরিষ্কার রাখুন
ত্বক সবসময় পরিষ্কার ও স্বচ্ছ রাখার চেষ্টা করুন। হালকা মেকআপ দিয়ে ত্বকের লাবণ্যটুকু ছড়িয়ে দেয়ার চেষ্টা করুন। ত্বক পরিষ্কার থাকলেই তা সুন্দর লাগবে।

ওয়াটারপ্রুফ প্রসাধনী
গরমে ওয়াটারপ্রুফ প্রসাধনী ব্যবহার করা উচিত৷ কারণ মুখে গরম লাগলে ঘাম হবেই। আর ওয়াটারপ্রুফ প্রসাধনী না হলে মেকআপ ছড়িয়ে যেতেই পারে। সেটা ভালো কিছু হবে না।

সাজ
সানস্ক্রিন মাস্ট
এই গরমে সানস্ক্রিন কেন মাখবেন তা তো আর বিস্তারিত বলার কিছু নেই।

ওয়েট টিস্যু রাখুন
গরমে ত্বক ঘামবেই। সেজন্য ওয়েট টিস্যু রাখুন সঙ্গে৷ প্রয়োজনে আলতো করে তা মুছে নিন সময় বুঝে।

ব্লটিং পেপার তৈলাক্ত ত্বকে
ব্লটিং পেপারের মাধ্যমে তৈলাক্ত ত্বক যাদের তারা সহজেই একটু আরামদায়ক পরিস্থিতিতে থাকতে পারবেন। এ ধরনের ত্বকে কপাল, নাক, থুতনির নিচে ঘামের সঙ্গে তেল জমে। এসব অংশ মুছে নিন ব্লটিং পেপার দিয়ে।

আরামদায়ক পোশাক
গরমে পোশাক আরামদায়ক হলে অনেক ঝামেলাই কমে যায়। দেখতেও সুন্দর লাগে এবং ঘামের তীব্রতাও হয় কম।

এসএ-১৬/২৫/০৪ (লাইফস্টাইল ডেস্ক)