চুল থাকুক খুশকিমুক্ত

খুশকি দীর্ঘদিন মাথায় থাকলে প্রচণ্ড চুলকানির সৃষ্টি হয়। এ কারণে চুল ঝরেপড়া এবং মাথায় ক্ষত হয়ে থাকে।

তাই আমাদের উচিত খুশকি দূর করার উপায় খুঁজে বের করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আসুন জেনে নিই কিছু উপায়।
চুল অপরিষ্কার থাকলে খুশকি বেশি হয়। তাই নিয়মিত চুল পরিষ্কার করতে ভুলবেন না।

গোছলের পর যত দ্রুত সম্ভব চুল ভালো করে মুছে নেবেন।

নারিকেল তেল ত্বকের হাইড্রেশন উন্নত করতে এবং শুষ্কতারোধে সহায়তা করে। তাই খুশকি দূর করতে নারিকেল দিতে পারেন।

এছাড়া যাদের প্রায়ই খুশকি হয় তারা নিয়মিত চুলে পরিমিত শ্যাম্পু ব্যবহার করতে পারেন। বাইরে বের হলে ধুলোবালি থেকে রক্ষার জন্য মাথায় স্কার্ফ বা ওড়না ব্যবহার করা যেতে পারে।

এসএ-১০/০১/২৩ (লাইফস্টাইল ডেস্ক)