ভালোবাসা কী? এর ব্যাখ্যা একেকজনের কাছে একেকরকম। ভালোবাসা না স্পর্শ করা যায়, না দেখা যায়। এটি কেবলই অনুভবের বিষয়। আপনার ছোট ছোট কাজ, কথা, আচরণ আপনার প্রিয় মানুষটিকে এই ভালোবাসা অনুভব করাবে। এমনকী আপনার পাঠানো ছোট্ট একটি মেসেজও তার দিনটি সুন্দর করে দিতে পারে। অনেকে ভাবেন, সম্পর্ক হয়ে গেলে আর সুন্দর বার্তা পাঠানোর প্রয়োজন নেই। কিন্তু এটি ঠিক নয়। সম্পর্ক আরও বেশি ভালো রাখতে আপনার প্রচেষ্টা থাকতে হবে। বিভিন্ন দিবসেও তাকে বিশেষ অনুভব করানোর জন্য আপনি পাঠাতে পারেন বার্তা। চলুন, জেনে নেওয়া যাক ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে কী মেসেজ দিতে পারেন-
* শুধু আজকের দিনটি নয়, আমাদের ভালোবাসার দিন প্রতিদিনই। তবু আজ এই ভালোবাসার দিনে আরেকবার মনে করিয়ে দিলাম তোমায়, ‘ভালোবাসি’।
* আজ এই ভালোবাসার দিনে আমি জানিয়ে দিতে চাই, আমার হৃদয়ের সবটুকু ভালোবাসাজুড়ে আছো তুমি। তুমি ছাড়া পৃথিবীটা শূন্য আমার, হৃদয়টা অপূর্ণ। এভাবেই থেকো আজীবন। কিছুই চাওয়ার নেই আর।
* জীবনটা ছিল এক বাতিহীন অন্ধকার দ্বীপের মতো। তুমি এসে আলো জ্বালালে, ভালোবাসলে। যেভাবে ভরিয়ে দিলে আমার হৃদয়, তেমনই প্রশান্তি নেমে আসুক তোমার সমস্ত অন্তরজুড়ে। শুভ ভালোবাসা দিবস!
* গোলাপ সুন্দর, সুন্দর ভালোবাসাও। আমাদের ভালোবাসা আজীবন গোলাপের মতোই সুবাস ছড়িয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে।
* জানো কি জরুরি একটা কথা? তোমাকে অনেকবার বলেছি, তবু বলা হয়তো কখনোই শেষ হবে না। তোমাকে হয়তো কখনোই বোঝাতে পারবো না, কতটা ভালোবাসি! ভালোবাসার দিনে, আরেকবার শোনো- ভালোবাসি তোমায়!
* জীবনের সবগুলো দিন হোক সুন্দর। ভালোবাসায় ভরে থাকুক তোমার চারপাশ। সেই ভালোবাসা থেকে অল্প একটু দিয়ো আমায়। তাতেই হবো সুখী। ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিয়ো ভালোবাসা আমার!
* অনেক দামী উপহার তোমায় দিতে পারিনি, তবে আমার ভালোবাসা তোমার কাছে অমূল্য, আমি জানি। এভাবেই যত্নে রেখো, আগলে রেখো। ভালোবাসি প্রিয়, ভালোবাসা নিয়ো!
* হয়তো হাতের ওপর হাত রাখা নেই, কিন্তু আমার হৃদয়টা তোমার জন্যই। এখানে আর কেউ নেই তোমার কাছাকাছি। হৃদয়ের কেন্দ্রবিন্দু জুড়ে আছো কেবল তুমি আর তুমিই!
* এভাবেই দিন গড়াবে আরও। আমরা একসঙ্গে বৃদ্ধ হবো ধীরে ধীরে। তবু দিনগুলো এমনই রঙিন থাকবে। এমনই বুক ভরে নিঃশ্বাস নেবো হাতে হাত রেখে। আজীবন বলে যাবো- ভালোবাসি তোমাকেই!
* সব বই পড়া শেষ হবে, শেষ হবে না কেবল আমাদের ভালোবাসার গল্পটা। চিরকালের সঙ্গী তুমি, পাশে থেকো সব সময়। সুখে-দুখে একটা জীবন দেবো পাড়ি। নশ্বর পৃথিবীতে সুখী হতে আর কী চাই বলো!
এসএ-১০/১২/২৪(লাইফস্টাইল ডেস্ক)