বাংলাদেশ যুদ্ধের জ্যোতি নেভালেন মোদী

১৯৭১ সালের যুদ্ধের পর সেনা শহিদদের স্মৃতিতে ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতি জ্বালিয়েছিলেন ইন্দিরা গান্ধী৷ মোদী তা সরিয়ে দিলেন৷

বিরোধীরা বলছেন, শহিদ সেনা জওয়ানদের স্মৃতিতে তৈরি জ্যোতি নিভিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজেপি বলছে, নেভানো হয়নি, স্থানান্তরিত করা হয়েছে৷ যা নিয়ে প্রজাতন্ত্র দিবসের আবহে তীব্র বিতর্ক শুরু হয়েছে৷

১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের পর ১৯৭২ সালের প্রজাতন্ত্র দিবসের সময় শহিদ জওয়ানদের স্মৃতিতে একটি আগুনের জ্যোতি জ্বালিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ ইন্ডিয়া গেটের সামনে একটি মেমোরিয়াল তৈরি করা হয়৷ সেখানে যে জ্যোতি জ্বালানো হয়, ইন্দিরা বলেন, তা কখনো নেভানো হবে না৷

এতদিন যে কোনো অনুষ্ঠানে অমর জওয়ান জ্যোতির সামনে ফুল ছড়ানোর রেওয়াজ ছিল৷ ফুল দিতেন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি৷ এবছর সেই অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অমর জওয়ান জ্যোতির আগুন নিয়ে গিয়ে মেশানো হলো, ইন্ডিয়া গেট থেকে ৪০০ মিটার দূরে তৈরি নতুন যুদ্ধ মেমোরিয়ালের আগুনে৷ এরপর থেকে সেখানেই শহিদ জওয়ানদের স্মরণ করা হবে৷

প্রধানমন্ত্রীর এই কাজে সমালোচনার ঝড় উঠেছে৷ কংগ্রেস-সহ বিরোধী দলগুলি বলতে শুরু করেছে, রাজনীতি করতে গিয়ে শহিদ সেনাদের অপমান করেছেন নরেন্দ্র মোদী ও তার দল৷ এ নিয়ে দেশ জুড়ে আন্দোলনেরও ডাক দিয়েছেন কোনো কোনো কংগ্রেস নেতা৷

বিজেপির অবশ্য বক্তব্য, সেনা জওয়ানদের অপমান করার প্রশ্নই ওঠে না৷ সরকারের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, অমর জওয়ান জ্যোতি নেভানো হয়নি৷ ওই আগুন নতুন মেমোরিয়াল মিউজিয়ামের আগুনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে৷

সরকারের বক্তব্য, ইন্ডিয়া গেটের গায়ে যে সেনাদের নাম খোদিত আছে, তারা সকলেই বিশ্বযুদ্ধের সময় শহিদ হয়েছিলেন৷ অর্থাৎ, পরাধীন ভারতে ব্রিটিশ সেনার হয়ে তারা লড়াই করেছিলেন৷ স্বাধীন ভারতের যে সেনারা প্রাণ হারিয়েছেন, তাদের নাম সেখানে নেই। নেই ৭১ সালে শহিদ হওয়া সেনাদের নামও৷ ২০১৯ সালে নতুন সরকার যে মেমোরিয়াল তৈরি করেছে, সেখানে স্বাধীন ভারতের বিভিন্ন যুদ্ধে শহিদ জওয়ানদের নাম আছে৷ সে কারণেই জ্যোতি স্থানান্তর করা হয়েছে৷ জওয়ানদের প্রতি শ্রদ্ধা দেখিয়েই এ কাজ করা হয়েছে৷

বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, কংগ্রেস আমলে তৈরি বিভিন্ন মেমোরিয়ালকে আস্তে আস্তে ইতিহাস থেকে সরিয়ে ফেলতে চাইছে নতুন সরকার৷ নিজেদের তৈরি মেমোরিয়ালকে মানুষের সামনে নিয়ে আসতে চাইছে৷ সে কারণেই, অমর জওয়ান জ্যোতির জায়গায় নতুন মেমোরিয়াল তৈরি করা হয়েছে৷ এর পিছনে আসলে রাজনীতিই কাজ করছে৷

এসএইচ-০২/২৪/২২ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র : ডয়চে ভেলে)