নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে ছোলেমান (৩০) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার ভোরে ছলেমানকে ২২৯নং পিলারের ভারতের অভ্যন্তরে হরিশচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আটক করে।
আটক ছোলেমান উপজেলার বালাশহিদ গ্রামের নুর বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোলেমান শনিবার রাতে কয়েকজন সঙ্গে নিয়ে ভারত থেকে গরু নেয়ার জন্য প্রবেশ করে। বিএসএফের টহলের কারণে ভোর হয়ে যায়। এসময় অন্যরা পালিয়ে আসলেও ছোলেমান ২২৯নং পিলারের ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হয়।
পোরশা-১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার আশিকুর রহমান বলেন, ছোলেমানকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য ভারতের হরিশচন্দ্রপুর ক্যাম্পে চিঠি দেয়া হয়েছে।
বিএ-২৩/০২-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)