নওগাঁ সীমান্তে দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্তে দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোরে ভারতের কেদারী পাড়া ৬০ বিএসএফ জোয়ানরা তাদের আটক করে।

আটকরা হলেন- পোরশা উপজেলা সদরের কপালীর মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে রতন বাবু (১৮) ও একই উপজেলার বালাশহিদ গ্রামের সাজেদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে এলাকার বেশ কিছু চোরাকারবারীর সঙ্গে ভারতে গরু আনতে যায় রতন বাবু ও শরিফুল ইসলাম।

রোববার ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতের কেদারী পাড়া ৬০ বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের ধাওয়া করে।

এ সময় অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ সদস্যরা ২৩০ মেইন পিলার এলাকার প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে কদম তলা নামক স্থান থেকে তাদের আটক করে।

পত্নীতলা-১৪ নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মাদ আলী বলেন, আটকদের মালদার হবিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকের বিষয়টি জানার পর তাদের ফিরিয়ে আনতে সকাল ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

বিএ-০৮/০৭-০৪ (উত্তরাঞ্চল ডেস্ক)