হানাদার মুক্ত দিবসে সাইকেল র‌্যালি নওগাঁর ডিসির

নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে সাইকেলে চড়েছেন ডিসি হারুন-অল-রশীদ। বুধবার সকালে নওগাঁ মিডিয়া হাউজের উদ্যোগে সাইকেল র‌্যালির প্রধান অতিথি ছিলেন তিনি।

এ সময় সাইকেল র‌্যালিতে অংশ নেন অতিরিক্ত ডিসি (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, নওগাঁ সদর উপজেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম সামদানীসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরা। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে হানাদার মুক্ত দিবস উপলক্ষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজন প্যারিমোহন লাইব্রেরি চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

অন্যদিকে দিবস উপলক্ষে পাঁচ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে।

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হলেও ১৮ ডিসেম্বর নওগাঁ জেলা হানাদারমুক্ত হয়।

বিএ-১৮/১৮-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)