চুরির ৫০ হাজার টাকাসহ চোর চক্রের ৫ সদস্য ধরা

নওগাঁয় চুরি যাওয়া ৫০ হাজার টাকারসহ সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্যেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- বগুড়া জেলার উত্তর চেলোপাড়া গ্রামের মৃত আলমের ছেলে সেলিমউদ্দিন (২৪), একই এলাকার মুকুলের ছেলে আরিফ হোসেন (২৫), মৃত আবদুল লতিফের মেয়ে ঋতু খাতুন(৪৫), হানিফের মেয়ে সেলিনা খাতুন (৩৮) ও রফিকের মেয়ে আয়শা আকতার (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার জানান, শহরের আলুপট্টির কল্যানি ফিড মিলের ম্যানেজার পুলক কুমার কুন্ড বুধবার এক্সিম ব্যাংক থেকে ৫০ হাজার টাকার চারটি বান্ডেল উত্তোলন করেন।

পরে পূবালী ব্যাংকে টাকাগুলো জমা রাখার উদ্দেশে রওনা হলে বাটার মোড়ে ডক্টরস ফুডস নামক দোকানের সামনে পৌঁছলে চোর চক্রের সদস্যরা ভিড়ের মধ্যে তাকে ধাক্কা দিয়ে প্যান্টের পকেটে থেকে কৌশলে ৫০ হাজার টাকার একটি বান্ডেল চুরি করে।

পরে পুলক কুমার কুন্ড থানায় অভিযোগ জানালে পুলিশ সুপারের নির্দেশে ১ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এ কে এম মামুন খান চিশতী, আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএইচ-৩৫/০৬/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)