পুলিশ চাকরি দেওয়ার নামে টাকা লেনদেন, হাতেনাতে ধরা

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই পরীক্ষা চলাকালে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারককে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার চক পাথুরিয়া এলাকায় অবস্থিত পুলিশ লাইন্সের ২নং গেটের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ হাসান (৪৮)। তিনি জেলার পত্নীতলা উপজেলার গগনপুর পূর্বপাড়া গ্রামের মৃত বারিক মন্ডলের ছেলে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ওসি কে এম শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কনস্টেবল নিয়োগের বাছাই পরীক্ষা চলাকালে নওগাঁ পুলিশ লাইন্সের পাশে জনৈক তছলিমের লেদের সামনে নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে ৫০ হাজার লেনদেন হচ্ছিল। এ সময় ওই প্রতারককে হাতেনাতে আটক করা হয়। তবে তার অন্য সহযোগী ও টাকা প্রদানকারী নিয়োগপ্রার্থী সুকৌশলে জনতার ভিড়ের মাঝে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের কারে তাকে আদালতে পাঠানো হবে।

এসএইচ-২৩/২৫/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)