নিখোঁজ ইমনের সন্ধান চায় পরিবার

নওগাঁয় ১৫ দিন ধরে নিখোঁজ ইমন হোসেন নামে বাকপ্রতিবন্ধী এক শিশু। তার সন্ধানে পাগলপ্রায় শিশুটির পরিবার।

নিখোঁজ ইমনের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তার বাবার নাম বাবুল হোসেন।

গত ৫ মে বিকেলে স্থানীয় ছাতরা বাজারে যায়। সেখান থেকেই নিখোঁজ হয় ইমন। নিখোঁজের দিন ইমনের পরনে ছিল নীল রঙের জার্সি এবং হালকা কালো রঙের প্যান্ট।

ইমনের বাবা বাবুল হোসেন জানান, নিখোঁজের দিন বিকেলে বাড়ি থেকে বের হয়ে ছাতরা বাজারে যায় ইমন। এর পর থেকে তার হদিস পাওয়া যাচ্ছে না । তবে দু-একজন জানায়, ছাতরা বাজার থেকে মহাদেবপুর ধলুর হোটেলে ইমনকে দেখা গেছে। কিন্তু সেখানে খোঁজ করলে তারাও আর তার ব্যাপারে কোনো খোঁজ দিতে পারেনি।

ছেলেটি মানসিকভাবে দুর্বল ও ঠিকমতো কথা বলতে পারে না বলে জানান তিনি।

শিশু ইমনের সন্ধান চেয়ে গত ৮ মে নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা।

এদিকে ১৫ দিন ধরে সন্তানের চিন্তায় পাগলপ্রায় শিশুর মা। শিশু ইমনের সন্ধান পেলে নিম্নের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে তার পরিবার।

নিখোঁজ ইমনের বাবা বাবুল হোসেনের মোবাইল নম্বর: ০১৭৮৫৫৬৮৬০৬

এসএইচ-০৪/২০/২২ (উত্তরাঞ্চল ডেস্ক))