বাবার প্রতারণা মামলায় কারাগারে ছেলে

নওগাঁর বদলগাছীতে বৃদ্ধ বাবার করা প্রতারণা মামলায় ছেলে শহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

বুধবার শহিদুলকে আটক করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, উপজেলা সদরে জিধিরপুর গ্রামের আব্দুর রহমান সঞ্চয়পত্র থেকে ৮ লাখ টাকা উত্তোলন করেন। রুপালী ব্যাংক বদলগাছী শাখায় বাবার নামে ফিক্সড ডিপোজিট করার জন্য ছেলে শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ব্যাংকে যান। শহিদুল তার বাবার নামে ডিপোজিট না করে সুকৌশলে পুরো ৮ লাখ টাকা নিজ নামে ডিপোজিট করে নেন।

এই বিষয়ে বৃদ্ধ বাবা একাধিকবার তার ছেলেকে টাকাগুলো ফিরিয়ে দিতে বলেন। এমনকি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছেও নালিশ করেন। কোনো ফল হয়নি। অবশেষে ২৬ জুলাই আব্দুর রহমান বাদী হয়ে বদলগাছী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আব্দুর রহমান আমার কাছে অভিযোগ দিয়েছিল। আর শহিদুল আমার কাছে সময় নিয়ে ৪ লাখ টাকা দেয়ার অঙ্গীকার করলে মীমাংসা করা হয়। কিন্তু পরে টাকা না দেয়ায় শহিদুলের নামে মামলা দায়ের করেন তার বাবা আব্দুর রহমান।

বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, মামলা রেকর্ড হওয়ার পর শহিদুলকে আটক করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএইচ-১৮/২৭/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)