হোটেলের দরজা ভেঙে আলোকচিত্রী আনোয়ারের মৃতদেহ উদ্ধার

ঢাকাতে একটি হোটেল থেকে খ্যাতিমান আলোকচিত্রী আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পান্থপথের হোটেল ওলিও ড্রিম হেভেনের একটি কক্ষের দরজা ভেঙে ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি আলোকচিত্রী প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছিলেন বাংলাদেশে জন্ম নেওয়া ফ্রান্সের নাগরিক আনোয়ার। গত ২৮ নভেম্বর হোটেল ওলিও ইন্টারন্যাশনালে ওঠেন তিনি।

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সূর্যদিঘল বাড়ি, এমিলির গোয়েন্দা বাহিনী, লালসালু ও অন্যজীবন সিনেমার চিত্রগ্রাহক আনোয়ার হোসেন।

১৯৪৮ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর পুরোনো ঢাকার আগা নবাব দেউড়িতে আনোয়ার হোসেনের জন্ম। তিনি প্যারিসে বসবাস করতেন।

বিএ-০২/০১-১২ (ন্যাশনাল ডেস্ক)