নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ স্থগিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

ঢাকা-৮ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে ইভিএমের ব্যবহার সংবিধানের ৬৫ ও ৯৩ অনুচ্ছেদের পরিপন্থী। তাই জনস্বার্থে তিনি এ রিট করেছেন। রিটে ইভিএমে ভোট গ্রহণ স্থগিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে দ্বৈবচয়নের ভিত্তিতে শহরাঞ্চলের কিছু আসনে ইভিএম ব্যবহার হবে। পরে দ্বৈবচয়নের ভিত্তিতে ছয়টি আসনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

সে অনুযায়ী লটারির মাধ্যমে ছয়টি আসন নির্বাচন করা হয়েছে। আসনগুলো হচ্ছে— ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।

বিএ-০৪/০৩-১২ (ন্যাশনাল ডেস্ক)