এবার আ.লীগ কার্যালয়ে কোটা আন্দোলনকারী নেতারা

রাষ্ট্র পুণর্গঠনের ইশতেহার নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহব্বায়ক নুরুল হকের নেতৃত্বে ২৩ সদস্যে প্রতিনিধি দল আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিকাল চারটায় যাবেন।

এর আগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহব্বায়ক ফারুক হাসনের নেতৃত্বে ১৮ সদস্য প্রতিনিধি দল ইশতেহারে তাদের দাবি গুলো নিয়ে আলোচনা করেন।

পরে প্রতিনিধি দলটি জাতীয় এক্যফ্রন্টের প্রধান ড.কামাল হোসেনের সাথেও সাক্ষাৎ করেন।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহব্বায়ক নুরুল হক নুরু এ প্রতিবেদক বলেন, এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়েছি।

তার প্ররিপেক্ষিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছি। ধারাবাহিকভাবে আমরা সকল রাজনৈকিত দলের কাছে আমাদের দাবি তুলে ধরবো।

বিএ-১০/০৩-১২ (ন্যাশনাল ডেস্ক)