কেন দেশের বাইরে যাচ্ছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ১০ ডিসেম্বর দেশের বাইরে যাচ্ছেন বলে জানিয়েছেন তার দলের নবনিযুক্ত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার বনানীতে পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

রাঙ্গা বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ ডিসেম্বরের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এরপরই দেশের বাইরে যাবেন এরশাদ। সম্ভবত ১০ ডিসেম্বর।’

তবে কি কারণে এরশাদ দেশের বাইরে যাবেন, তা তিনি জানাতে রাজি হননি।

রাঙ্গা বলেন, ‘যদিও স্যারের এখন দেশের বাইরে যাওয়া জরুরি। তবে আমরা মনে করছি, অতটা জরুরিও নয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্যার শতভাগ সুস্থ আছেন। নিজে হেঁটে আমার কাছে এসেছেন। কিন্তু, কাল (সোমবার) রাত ১টার দিকে সিএমএইচে গেছেন।’

জাপা মহাসচিব আরও বলেন, ‘বাসায় একা একা থাকতে ভয় পান। এজন্য একটু অসুবিধাবোধ করলে নার্সসহ চিকিৎসা সেবা পেতে অ্যাম্বুলেন্স ডেকে সিএমএইচে গিয়ে থাকছেন।’

বিএ-০৯/০৪-১২ (ন্যাশনাল ডেস্ক)