ঢাকার সোহরাওয়াদী উদ্যানে ১০ ডিসেম্বর সোমবার জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ওই দিন দুপুর ২টায় শুরু হবে এ জনসভা।
বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ জনসমর্থন শূন্য, তাই একতরফা নির্বাচনের সমস্ত কলা কৌশল অবলম্বন করছে।
আর এ কাজে সরকারকে সার্বিক সহযোগিতা করছে বর্তমান নির্বাচন কমিশন।
সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করছে বলে মন্তব্য করেন রিজভী।
এসএইচ-০৮/০৬/১২ (ন্যাশনাল ডেস্ক)