গুলশান বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা।
তালিকা ঘোষণার পর শুক্রবার সন্ধ্যায় নতুন করে মনোনয়ন চূড়ান্ত করার দাবীতে বিক্ষোভ করে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা।
মনোনয়ন স্থগিত রাখায় সানাউল্লাহ মিয়ার সমর্থকরা বলেন, সানাউল্লাহ মিয়া বেগম খালেদা জিয়ার আইনজীবী৷ তিনি বহু বছর ধরে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের আইনী সহায়তা দিয়ে চলেছেন। তাকে দলের মনোনয়ন বঞ্চিত রাখা মানা যায় না৷
এরআগে শুক্রবার সন্ধ্যায় ২০৬ প্রার্থীর তালিকা প্রকাশ করে বিএনপি মহাসচিব। প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরপরই বঞ্চিতরা গুলশানে বিক্ষোভ শুরু করেন।
মির্জা ফখরুল তালিকা প্রকাশ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে স্লোগান দেয় বঞ্চিতরা।
বিএ-২০/০৭-১২ (ন্যাশনাল ডেস্ক)